কলকাতা

ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

ফেব্রুয়ারির শুরুতেই ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের প্রায় সর্বত্রই ঘন কুয়াশার চাদরে মোড়া। দোসর হয়েছে মেঘও। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। ইতিমধ্যেই দুর্গাপুর ও পুরুলিয়ায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। মনে করা হচ্ছে, আগামীকাল মেঘ কেটে রোদ উঠলেই তাপমাত্রার পারদ নামবে। আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।