দেশ

ফের দিল্লির বাড়িতে হানা সিবিআইয়ের, গ্রেপ্তারির আশঙ্কায় ‘উধাও’ চিদম্বরম

দিল্লি হাইকোর্ট রক্ষাকবচ তুলে নেওয়ার পর আইনএনএক্স মিডিয়া মামলায় রীতিমতো বিপাকে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। আদালতের রায়ের পরই মঙ্গলবার রাতে প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি প্রতিনিধিদল। ততক্ষণে অবশ্য উধাও হয়ে গিয়েছেন পি চিদম্বরম। মঙ্গলবার সন্ধে থেকেই আর পাত্তা পাওয়া যায়নি তাঁর। কিন্তু, তাতেও দমে যায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবারই প্রাক্তন অর্থমন্ত্রীর বাড়িতে একটি নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। দু’ঘণ্টার মধ্যে তাঁকে ডেপুটি এসপির সামনে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেয় সিবিআই। ওই নোটিসের কপি তাঁকে মেলও করা হয়। দু’ঘণ্টার মধ্যে সিবিআই দপ্তরে হাজির হননি চিদম্বরম। আজ সকালে ফের চিদম্বরমের বাড়িতে গিয়েছে সিবিআইয়ের একটি দল। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়ির বাইরে নোটিশকে অবৈধ বলে জানালেন তাঁর আইনজীবী অর্শদীপ সিং খুরানা। তিনি সিবিআই-কে ওই নোটিশ প্রসঙ্গে লিখেছেন, যে নোটিশের অধীনে চিদম্বরমজিকে দু-ঘণ্টার মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ জারি করা হয়েছে, তা আইনের বিধান উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের শুনানি না হওয়া পর্যন্ত অপেক্ষার আর্জি জানান।