বারবার পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তাল হচ্ছে গুজরাত। লকডাউনের মধ্যেই পুলিস-পরিযায়ী শ্রমিকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেধে গেল গুজরাতের সুরাতে। ঘরে ফেরার দাবিতেই মূলতঃ এই গন্ডগোল বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করা হয়। ছোঁড়া হল টিয়ার গ্যাসও। দীর্ঘক্ষণ রাস্তাতেই এই খণ্ডযুদ্ধ চলার পর পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পুলিশের দুটি গাড়ির ক্ষতি হয়েছে, কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান এদিন প্রায় শতাধিক পরিযায়ী শ্রমিক এই বিক্ষোভ দেখাতে পথে নেমে এসেছিলেন। তাঁরা প্রাথমিক ভাবে রাস্তা আটকে দেন, তাঁদের বাড়ি ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। শেষে পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলেই অশান্তি শুরু হয়।


