কয়েকদিন আগেই ‘রেড জোন’ থেকে ‘অরেঞ্জ জোনে’ হয়ে গেছিল মেদিনীপুর। কিন্তু গত ২দিনে আক্রান্তের সংখ্যা বাড়ায় ফের ‘রেড জোনে’ মেদিনীপুর। এই জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। প্রথম দফায় জেলায় যে কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিল তাদের কয়েকজনকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এবং বাকিদের মেছোগ্রামের বড়মা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। তবে চিকিৎসার পর প্রথম আক্রান্ত সকলে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর এর মাঝে স্বস্তি ফিরে এসেছিল গোটা পূর্ব মেদিনীপুর জেলায়। কিন্তু এই স্বস্তির মাঝেও ফের আতঙ্ক ছড়ালেও জেলায়। নতুন ৫ জন আক্রান্তের মধ্যে চারজন হলদিয়ার বাসিন্দা এবং আরেকজন মেচেদার আরপিএফ কর্মী। বর্তমানে করোনা আক্রান্তদের স্বাস্থ্য দফতরের কর্মীরা মেছোগ্রামের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। ইতিমধ্যে মেচগ্রামের এই কোভিড হাসপাতাল পরিদর্শন করে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেচগ্রামের ওই করোনা হাসপাতলে মেচেদার আরপিএফ কর্মী ছাড়াও খড়্গপুরের ৬ আরপিএফ কর্মী ভর্তি রয়েছে। এছাড়াও ঘাটালের এক গাড়ি চালক ও হলদিয়ায় করোনা আক্রান্ত চারজন ওই হাসপাতালে ভর্তি রয়েছে। ইতিমধ্যে নতুন করে এই পাঁচজন করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায়।