কলকাতা

ফের শহরে হেনস্থার শিকার অভিনেত্রী, অভিযোগ পেট্রল পাম্পের কর্মীদের বিরুদ্ধে

কলকাতাঃ ফের আক্রান্ত হলেন টালিগঞ্জের এক অভিনেত্রী। ঘটনাস্থল রুবির মোড় এলাকার একটি পেট্রল পাম্প। এবার দাদাগিরির অভিযোগ পেট্রল পাম্পের কর্মীদের বিরুদ্ধে। গাড়িতে ছিলেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত তাঁর বৃদ্ধ বাবা, মা এবং বোন। অভিযোগকারিণীর দাবি, এদিন সকাল সাড়ে নটা নাগাদ রুবি মোড়ের কাছে একটি পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরার জন্য ঢোকেন তাঁরা। দেড় হাজার টাকার তেল দিতে বলা হলে, বিবেক কুমার যাদব নামে পেট্রল পাম্পের এক কর্মী তিন হাজার টাকার তেল দিয়ে দেন। এরপর তিন হাজার টাকা দাবি করলে, ওই অভিনেত্রী মৃদু প্রতিবাদ করেন। তিনি প্রশ্ন করেন, দেড় হাজার টাকার তেল দিতে বলা হলেও কেন দ্বিগুণ পরিমাণ তেল তার গাড়িতে দেওয়া হল? অভিযোগ, এই প্রশ্ন শুনেই চটে যান পেট্রোল পাম্পের ওই কর্মী। পেট্রল পাম্পের অন্য এক কর্মী এসে তাঁদের উপর আচমকা চড়াও হয়। মেজাজ দেখিইয়ে জুহি গাড়ির চাবি জোর করে খুলে নিয়ে যায়, চাবি খুলে নেওয়ার প্রতিবাদ করলে পেট্রোল পাম্পের আরও দুই কর্মী বচসায় জড়িয়ে পড়ে”। অভিযোগ, এরপরেই মহেশ যাদব ও রাজেশ ঝাঁ নামে পেট্রোল পাম্পের দুই কর্মী অভিনেত্রীর বাবার গায়ে হাত তোলেন। আচমকা ধাক্কাধাক্কিতে কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন তাঁর বয়স্ক বাবা ডঃ প্রবীর সেনগুপ্ত। বাবাকে বাঁচাতে এলে ওই অভিনেত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই গোটা ঘটনাটির প্রতিবাদ করে একটি ফেসবুক লাইভ ভিডিও করেন অভিনেত্রী জুহি সেনগুপ্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কসবা থানার পুলিশ। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ।

https://www.facebook.com/juhi227/videos/503845957042031/