দেশ

ফের স্থায়ী আমানত সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক, নতুন তালিকা একনজরে

ফের সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি অর্থবর্ষে এই নিয়ে মোট ন’‌বার সুদের হার কমাচ্ছে এসবিআই।  ফের একবার এই ফিক্সড ডিপোজিটে সুদের হারে কোপ ফেলতে চলেছে এসবিআই। ১০ ফেব্রুয়ারি থেকে এই নতুন নিয়ম লাগু হতে চলেছে। ২ কোটি টাকা ও তার উর্ধ্বে ‘বাল্ক টার্ম’ ডিপোজিট ও আর ২ কোটি ও তার নিম্নে রিটেল টার্ম ডিপোজিট নিয়ে অবস্থান জানিয়েছে এসবিআই। ব্যাঙ্ক কমিয়ে দিয়েছে টার্ম , ডিপোজিট রেট ১০ থেকে ৫০ বিপিএস রিটেল সেগমেন্টে। আর বাল্ক সেগমেন্টে ২৫ থেকে ৫০ বিপিএস কমতি করা হয়েছে।

কোন কোন এফডি অ্যাকাউন্টে পড়বে কোপ

৪৬ দিন থেকে ১৭৯ দিনের মধ্যে এসবিআই কাটছাঁট করেছে ৫০ বেসিস পয়েন্ট। এই ডিপোজিট রেটগুলি ৫ন শতাংশ সুদের হার পাবে। যে সমস্ত ফিক্সড ডিপোজিট ম্যাচিউর হচ্ছে, ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে, আর ২১১ দিন থেকে ১ বছরের মধ্যে যাদের অর্থ ম্য়াচিউর হচ্ছে , সেই ফিক্স ডিপোজিটে এসবিআই ৫.৫০ শতাংশ সুদের হার দিচ্ছে। এর আগে এই সময়সীমার ডিপোজিটে এসবিআই দিত ৫.৮০ শতাংশ সুদ। ১ থেকে ১০ বছরের ডিপোজিটে আগে ৬.১০ শতাংশ সুদ দেওয়া হত, আর বর্তমানে তা দেওয়া হয় ৬ শতাংশ।

সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার

৭ দিন থেকে ৪৫ দিনের এফডিতে সিনিয়র সিটিজেনরা পাবেন ৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের সময়সীমায় তাঁরা পাবে ৫.৫০ শতাংশ সুদ। ১৮০ থেকে ২১০ দিনের সময়সীমায় তাঁরা পাচ্ছেন ৬ শতাংশ, ২১১ থেকে ১ বছরের সময়সীমায় তাঁরা পাচ্ছেন ৬ শতাংশ সুদ। ১ থেকে ২ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ সুদ, ২ বছর থেকে ৩ বছরের সময়সীমায় ৬.৫০ শতাংশ সুদ পাবেন। ৩ থেকে ৫ বছর এবং ৫ থেকে ১০ বছরের সময়সীমায় থাকছে ৬.৫ শতাংশ সুদ।