কলকাতা

বউবাজারে ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ মেট্রোর কাজ, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: আপাতত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজ, মঙ্গলবার এক নির্দেশিকায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, বৌবাজারে মেট্রোর কাজ আগামী ৭ই নভেম্বর পর্যন্ত করা যাবে না৷এদিন ডিভিশন বেঞ্চের নির্দেশ, রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দফতরের যে রূপরেখা রয়েছে, তা আগামী ২৭শে নভেম্বরের মধ্যে আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আদালতে জানানো হয় ৬৬৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ৮৩টি পরিবারকে ৫লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সোমবার ১৮টি বাড়ি খতিয়ে দেখা হয়েছে যে ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে সেগুলি৷ যে সমস্ত বাড়িগুলি ঠিক রয়েছে, ধীরে ধীরে সেই বাড়িগুলোতে বাসিন্দাদের ঢুকতে দেওয়া যেতে পারে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷এর আগে, বৌবাজারের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যান মেট্রোর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি। ক্ষতিগ্রস্ত কোন বাড়ি কীভাবে মেরামত করা যায় তা তারা খতিয়ে দেখেন। ঘুরে দেখেছেন স্যাকরাপাড়া লেন ও দুর্গা পিতুরী লেনের ক্ষতিগ্রস্ত বাড়িগুলিও। জানানো হয়, যে যে বাড়িগুলি দুর্বল সেই বাড়িগুলি আগে মজবুত করার ব্যবস্থা করা হবে। মেরামতের পাশাপাশি অক্ষত বাড়িগুলির ক্ষতি ঠেকাতেও সার্ভে করা হয়েছে। নতুন করে কোনও বাড়ি ক্ষতি হলে যাতে সঙ্গে সঙ্গে মেরামত করা যায় সেই বিষয়টিও এদিন তারা খতিয়ে দেখেন। তিনটি পর্যায়ে ক্ষতিগ্রস্ত বাড়ির কাজ শেষ করা হবে।