কলকাতা পুজো

বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর ফল প্রকাশ

বেদান্ত লাহিড়ী, কলকাতাঃ মাতৃপক্ষে বাংলা সেজে উঠেছে আলোর রসনাইয়ে। সারা বাংলা এই মুহূর্তে উৎসবের মেজাজে। দেবী দুর্গার আগমনের সাথে ধরাধামে নেমে এসেছে আনন্দের ধারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব-কে ঘিরে রয়েছে বাংলার ঐতিহ্য-আবেগ। বাংলার এই দুর্গোৎসব-এর গণ্ডী এখন শহর পেরিয়ে রাজ্য তথা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। কলকাতার কুমোরটুলি থেকে দেবী প্রতিমা আজ শুধু এই শহরের মণ্ডপে নয়, পাড়ি দিয়েছে সুদূর বিদেশের মাটিতেও। তবে কলকাতার দুর্গা পুজোর মান অতুলনীয়। কলকাতার দুর্গাপুজো আজ শুধুমাত্র উৎসব নয়। এই পুজোকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পুজো প্রাঙ্গণ হয়ে ওঠে শিল্পের মিলন ক্ষেত্র। বিভিন্ন শিল্পীদের হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বিভিন্ন পুজো প্যান্ডেল। আর এই সব কিছুর পিছনে রয়েছেন বিভিন্ন পুজোর উদ্যোক্তারা। তাঁদের একান্ত প্রচেষ্টাতেই আজ কলকাতার দুর্গা পুজো এই মানে পৌঁছেছে। তাঁদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করতে ‘ইটস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর উদ্যোগে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯ এর আয়োজন করা হয়েছিল। ফোরাম ফর দুর্গোৎসব-এর অন্তর্গত ১০০-রও বেশি পুজো ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল প্রতিযোগিতার বিচারপর্ব। বিভিন্ন মণ্ডপ পরিদর্শনের পর বিচারপর্বের শেষে আজ বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর ফলপ্রকাশ করেন বিচারকরা। বিচারকমণ্ডলীতে ছিলেন ‘ইটস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর কর্ণধার ও বঙ্গ নিউজের ডিরেক্টর ঈশিতা উপাধ্যায়, বঙ্গ নিউজের ডিরেক্টর ও সিইও তন্ময় উপাধ্যায়, বিজনেজ হেড ও এক্সিকিউটিভ এডিটর জ্যোতির্ময় দত্ত এবং মুখ্য উপদেষ্টা রানা দাশগুপ্ত। বিচারকমণ্ডলীর বিচারের ভিত্তিতে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ১৮টি পুজোকে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর স্মারক ও স্বীকৃতিপত্র প্রদান করা হবে। আগামী ২ ও ৩ অক্টোবর বিজয়ী পুজোর মন্ডপে গিয়ে পুরষ্কার প্রদান করা হবে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিচারকমণ্ডলী ছাড়াও বিশেষ অতিথিরূপে উপস্থিত থাকবেন পরিচালক ও অভিনেতা রাহুল বর্মন, অপরাজিতা বর্মন, অভিনেত্রী দেবীকা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত থাকবেন বেভেল-এর কর্ণধার সুদীপ্ত ব্যানার্জী ও ডিরেক্টর স্বপন চক্রবর্তী, A2Z-এর কর্ণধার জাভেদ আলি ও অপরাজিতা চৌধুরী এবং বঙ্গ নিউজের উপদেষ্টা সুশান্ত চৌধুরী। এই প্রতিযোগিতায় বিচারকের বিচার-পর্ব ছাড়াও ছিল ভোটিং পর্বও। আমজনতা অনলাইন ভোটিং-এর মাধ্যমে তাঁদের প্রিয় পুজোকে ভোট করেছেন। ভোটিং-এর ভিত্তিতে সেরা ৩টি পুজোকে পুরষ্কৃত করতে চলেছে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯। এই ভোটিং পর্বে ১০দিনে প্রায় ৪৫০০ মানুষ ভোট করেছেন তাঁদের প্রিয় পুজোকে এবং এগিয়ে নিয়ে গেছেন সেরা হওয়ার দিকে। বিশ্বমাঝারে বাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠত্বের সিংহাসনে বিরাজমান হোক, এই আমাদের প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে যারা সামিল হয়েছিলেন তাঁদের জানাই আন্তরিক ধন্যবাদ।

বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর বিজয়ী তালিকা