কলকাতা পুজো

বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯

ঈশিতা উপাধ্যায়, কলকাতাঃ শরতের অরুণ আলো, কাশের বন, শিউলির মিষ্টি গন্ধ বলে দিচ্ছে উমা আসছেন ঘরে। আর মাত্র ৮দিন বাদেই মহালয়ার আগমনীর সুরের মধ্যে দিয়ে শুভ সূচনা হবে দেবী পক্ষের। দেবী দুর্গার আগমনে ধরাধামে নেমে আসে আনন্দের ধারা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব-কে ঘিরে রয়েছে বাংলার ঐতিহ্য-আবেগ। বাংলার এই দুর্গোৎসব-এর গণ্ডী এখন শহর পেরিয়ে রাজ্য তথা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে। কলকাতার কুমোরটুলি থেকে দেবী প্রতিমা আজ শুধু এই শহরের মণ্ডপে নয়, পাড়ি দিয়েছে সুদূর বিদেশের মাটিতেও। তবে কলকাতার দুর্গা পুজোর মান অতুলনীয়। কলকাতার দুর্গাপুজো আজ শুধুমাত্র উৎসব নয়। এই পুজোকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পুজো প্রাঙ্গণ হয়ে ওঠে শিল্পের মিলন ক্ষেত্র। বিভিন্ন শিল্পীদের হাতে সেজে ওঠে বিভিন্ন পুজো প্যান্ডেল। আর এই সব কিছুর পিছনে থাকে বিভিন্ন পুজোর উদ্যোক্তারা। তাঁদের একান্ত প্রচেষ্টাতেই আজ কলকাতার দুর্গা পুজো এই মানে পৌঁছেছে। তাঁদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করতে ‘ইটস মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট’-এর উদ্যোগে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯ এর আয়োজন করেছে। ফোরাম ফর দুর্গোৎসব-এর অন্তর্গত ১০০-রও বেশি পুজো ক্লাবকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা ১০দিন ধরে চলবে এই প্রতিযোগিতার বিচারপর্ব। প্রতিদিন বঙ্গ নিউজ বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শনে যাবে। প্রতিটি জায়গা থেকেই বঙ্গ নিউজ ফেসবুক পেজ www.facebook.com/banganews.net -এ লাইভের মাধ্যমে দর্শকদের দেখানো হবে বিভিন্ন পুজো। বিচারকমণ্ডলীর বিচারের ভিত্তিতে উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ১৮টি পুজোকে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর স্মারক ও স্বীকৃতিপত্র প্রদান করা হবে। এই প্রতিযোগিতায় বিচারকের বিচার-পর্ব ছাড়াও থাকবে ভোটিং পর্বও। আমজনতা অনলাইন ভোটিং-এর মাধ্যমে তাঁদের প্রিয় পুজোকে ভোট করতে পারবেন। ভোটিং-এর ভিত্তিতে সেরা ৩টি পুজোকে পুরষ্কৃত করবে বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯। আগামী ২১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বঙ্গ নিউজের ওয়েবসাইট banganews.netফেসবুক পেজে অনলাইন ভোটিং চালু করা হবে। ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ভোটিং লাইন খোলা থাকবে। বঙ্গ নিউজ শারদ সম্মান ২০১৯-এর সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিও দেখা যাবে মোট ১২টি পর্বে। বঙ্গ নিউজের ইউটিউব চ্যানেল https://bit.ly/2lQBmqc , ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ভিডিওগুলি দেখা যাবে। এই কর্মযজ্ঞের পাশে যারা এগিয়ে এসেছেন, আমাদের সেই সমস্ত স্পন্সরদের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশ্বমাঝারে বাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠত্বের সিংহাসনে বিরাজমান হোক, এই আমাদের প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আপনাদের পাশে পাব এই আশা নিয়েই আমাদের পথ চলা।