বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। মাঝমধ্যে রোদ উঁকি দিলেও মেঘের ঘোর কাটাতে পারেনি সারাদিনে। দুপুরের পর থেকেই ঝোড়ো হাওয়ার দাপট সঙ্গে বৃষ্টিও হল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হাওয়া অফিস জানিয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা। দক্ষিণবঙ্গের বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া-হুগলিতে কালবৈশাখীর পূর্বাভাস দেয় হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, বাঁকুড়া ও হুগলি জেলার কিছু অংশে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ঝড় এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টি হয়। বজ্র বিদ্যুত্-সহ বৃষ্টি হয় দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশেও।


