কলকাতা

বড়বাজার থেকে বাজেয়াপ্ত ১০ কেজি সোনা ও ৪২৯ কেজি রুপো, গ্রেপ্তার ২

সোনা পাচার চক্রের মূল পান্ডা রয়েছে বড়বাজারে ৷ বড়বাজার এলাকার ধনী ব্যবসায়ী ৷ চেতন সেন স্ট্রিট, নলিনী শেঠ রোড ও মনোহর দাস স্ট্রিটে রয়েছে অফিস ৷ এই খবর কয়েকদিন ধরে গোপন সূত্রে পাচ্ছিল ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই) ৷ সেই খবরের উপর ভিত্তি করেই আজ তল্লাশি চালায় তারা ৷ বাজেয়াপ্ত হয় ১০ কেজি পাচার হওয়া সোনা, ৪২৯ কেজি রুপো ও নগদ ২০ লক্ষ ১৬ হাজার ১০০ টাকা ৷ এই অভিযানে অনুরাগ জালান ও তার কর্মী বৈকুন্ঠ প্রসাদকে গ্রেপ্তার করেছে ডিআরআই৷ ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স তরফে জানানো হয়েছে বাজেয়াপ্ত জিনিসের মূল্য ৬ কোটি ৪২ লক্ষ টাকা ৷