জেলা

বনদপ্তরের ফাঁদে পড়ল চিতা

বনদপ্তরের খাঁচায় ফের ধরা পড়ল একটি চিতাবাঘ। বুধবার মাদারিহাটের গ্যারগেন্দা চা বাগানের ১৬ নম্বর সেকশনে বসানো খাঁচাটিতেই বন্দি হয়ে গেল ওই স্ত্রী চিতাবাঘটি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বাঘটির বয়স ৭-৮ বছর। আপাতত সেটিকে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর মাস থেকে এখনও পর্যন্ত মোট ২১ টি চিতাবাঘ ধরা পড়েছে বনদপ্তরের ফাঁদে।