বনদফতরের পাতা জালে, ধরা পড়ল সাদা ডলফিন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার খোরগাছির ইছামতি নদীতে। বিরল প্রজাতির ওই ডলফিনটি প্রায় ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা। শনিবার বিকেলে হঠাৎ নদীর জলে ডলফিনটিকে ভাসতে দেখেন গ্রামবাসীরা। খবর পাঠানো হয় বনদফতরে। তারপর বনদফতরের কর্মীরা এসে রবিবার থেকে পাহারা দেয় ডলফিনটিকে। দীর্ঘ ৪৮ ঘণ্টা পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঝড়খালির বঙ্গোপসাগরই হবে ওই ডলফিনের স্থায়ী ঠিকানা। একাংশের অনুমান, বঙ্গোপসাগর থেকে হয়তো দিক ভুল করে ডলফিনটি নদীতে ঢুকে পড়েছে।