১২টি শ্রমিক সংগঠনের ডাকা ভারত বনধে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যাতে কোনওরকম বিঘ্ন না হয় সে বিষয়ে রাজ্য সরকারকে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে জয়েন্টের পরীক্ষা। বুধবার সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১২টি শ্রমিক সংগঠন। এই বনধকে ঘিরে যাতে জনজীবন যাতে কোনওভাবে বিপর্যস্ত না হয় সেদিকে কড়া নজর রাখার পাশাপাশি পরীক্ষার্থীদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি এই বনধে জনজীবন স্বাভাবিক রাখতে তারা কী কী ব্যবস্থা গ্রহণ করেছে আগামী ১০ জানুয়ারি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী রমাপ্রসাদ সরকারের করা এক জনস্বার্থ মামলায় এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, যে বনধকে রাজ্য সরকার সমর্থন করেনা। বনধ মোকাবিলায় সব রকমের প্রস্তুতি রাজ্য সরকার নিয়েছে। অপরদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বনধ মোকাবিলায় প্রস্তুত পরিবহন দফতর। মঙ্গলবার বনধের দিন অতিরিক্ত ২২ শতাংশ সরকারি বাস রাস্তায় নামানো হবে। পাশাপাশি রাজ্য সরকারের পরিবহন দফতরের মধ্যে যে গাড়িগুলি নথিভুক্ত রয়েছে সেগুলির কোনোপ্রকার বনধ চলাকালীন ক্ষয়ক্ষতির জন্য রাজ্য ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে ২৪ ঘন্টার মধ্যে ওই ক্ষতিগ্রস্ত গাড়ির এফআইআর দায়ের করতে হবে। শুভেন্দু অধিকারি জানিয়েছেন, উত্তরবঙ্গ পরিবহন নিগম ৬০৫টি বাসের বদলে চালাবে ৬৫৫ বাস, দক্ষিণবঙ্গ পরিবহন কর্পোরেশন চালাবে ৬৯২টির বদলে ৮২৬টি বাস চালাবে। সব মিলিয়ে গোটা রাজ্যে ৯০০ বাসের বদলে মঙ্গলবার রাস্তায় নামবে ১১৫০ বাস। পরিবহন দফতরের তরফে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। পাশাপাশি ট্রাম ও ফেরি পরিষেবাও সচল থাকবে বুধবার, জানিয়েছেন পরিবহনমন্ত্রী।
হেল্পলাইন নম্বর –
ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট – (০৩৩) ২২৬২৫৪০৯
ট্রান্সপোর্ট ডাইরেক্টর-হেডকোয়ার্টার, কসবা (০৩৩) ২৪৪২ ০২৭৮
অ্যাডিশনাল ডাইরেক্টর- পিভিডি, বেলতলা (০৩৩) ২৪৭৫১৬২১, ১৮০০৩৪৫৫১৯২ (টোল ফ্রি)
হোয়াটসঅ্যাপ নম্বর- ৮৯০২০১৭১৯১


