কলকাতা

বন্ধ করা হল সেলিমের টুইটার অ্যাকাউন্ট

কলকাতাঃ বিতর্কিত পোস্টের অভিযোগে সিপিএম নেতা মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করল সংস্থা। টুইটার সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি মাসের প্রথম দিকে সেলিমের একটি টুইট ঘিরে বিস্তর অভিযোগ জমা পড়ে সংস্থার কাছে। একটি টুইট নিয়ে এত সংখ্যক অভিযোগ জমা পড়ায় সেলিমের টুইটার হ্যান্ডেটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় সিপিএম নেতা সেলিম। গত ৫ অক্টোবর বিজেপি বিরোধী একটি টুইট করেন মহম্মদ সেলিম। সেই টুইটের পরই প্রচুর অভিযোগ জমা পড়তে থাকে টুইটার সংস্থার দফতরে। একই পোস্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসায় টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি সংস্থার তরফে সেলিমকে জানানো হয়েছে, পোস্টটি তিনি যদি মুছে ফেলেন তবে তাঁর অ্যাকাউন্টটি ফের খুলে দেওয়া হবে। যদিও সেলিম জানিয়েছেন, তিনি পোস্টটি মুছে ফেলার পক্ষপাতি নন। সেই সঙ্গে তাঁর অভিযোগ, যে আভিযোগ জমা পড়েছে টুইটার সংস্থার কাছে সেই সবগুলিই বিজেপি আইটি সলের তরফে করা হয়েছে। তবে সেলিমের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।এই প্রথম নয়, আগেও সোশাল মিডিয়ায় পোস্ট করে বিপাকে পড়েছিলেন সেলিম। সেবার বিজেপির বিরুদ্ধে লালবাজারে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছিলেন তিনি।