কলকাতা

বন্ধ হল বাস চলাচল, টালা ব্রিজ পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস

কলকাতাঃ সিদ্ধান্ত মতোই রবিবার সকাল থেকে টালা ব্রিজে বন্ধ হল বাস ও ভারী যান চলাচল। ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র ছোট গাড়িকে। এক্ষেত্রেও গতি কমানোর নির্দেশিকা জারি করেছে পুলিশ প্ৰশাসন। ব্রিজের স্বাস্থ্য খতিয়ে দেখতে এদিন ঘটনাস্থলে যান পূর্ত ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন দফতরের আধিকারিকরা, রাইটসের বিশেষজ্ঞ ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ররা।। রাজ্য প্রশাসন ব্রিজের উপর দিয়ে প্রতিদিন চলাচলকারী ৬০০ বাসকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো সকাল থেকেই চলাচল করছে বাস। যদিও ছুটির দিন হওয়ায় বিকল্প রাস্তায় গাড়ির চাপ অন্যদিনের তুলনায় কম।শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে টালা ব্রিজে ভারী যান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাস বা ভারী গাড়ি পরিবর্তে চালানো হবে ৩ টনের কম ওজনের গাড়ি এবং সেই গাড়ি চলবে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে। পরিবহণ দফতরের তরফে জানা গিয়েছে, টালা ব্রিজে বাস চলাচল না করতে পারায় বাসগুলির রুট পরিবর্তন করে দেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু বাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর পর আবার ব্রিজের স্বাস্থ্য পরিদর্শন করে রাজ্য সরকারের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে হবে।