কলকাতা

বর্ষবরণের আগে ভিডিয়ো দিয়ে বছরনামা শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ষবরণের আগে 12 মিনিট 23 সেকেন্ডের বছরনামা সোশাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বছরের শুরুটা হয়েছিল গঙ্গাসাগর দিয়ে ৷ শেষে সন্দেশখালি ৷ এভাবেই ভিডিয়ো শেয়ার করে বিদায়ী বছরের স্মৃতিচারণ করলেন তৃণমূল সুপ্রিমো ৷ মঙ্গলবার বছরের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছেন, তা শুরু হয়েছে জানুয়ারির গঙ্গাসাগর মেলা দিয়ে ৷ চলতি বছরের প্রথম দিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মসূচি এই ভিডিয়োতে জায়গা পেয়েছে, তা ছিল রাম মন্দিরের সূচনার দিনে তাঁর কলকাতায় সম্প্রীতি মিছিল করা ৷ ওইদিন সরযু তীরে যখন দেশের প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবী দেখেছিল রাম মন্দির উদ্বোধনে ৷ কলকাতার রাস্তায় সেদিন সম্প্রীতি মিছিল করতে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে তাঁর প্রাপ্য বকেয়া না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেড রোডে ধর্নায় বসেন ৷ একশো দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের মানুষকে বঞ্চিত করা নিয়ে সে সময় উত্তাল ছিল রাজ্য রাজনীতি ৷ এই রেড রোড থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের কোষাগার থেকে এই টাকা দেবে তার সরকার ৷ সেই মতো কথা রেখেছিলেন তিনি ৷ ভিডিয়োতে তারই একটি খণ্ডচিত্র উঠে এসেছে ৷ এই ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাও রয়েছে এই ভিডিয়োতে ৷ মার্চ শুরু হয়েছিল নারী দিবসের কর্মসূচি দিয়ে ৷ এবার গোটা দেশকে চমকে দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 42 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা নির্বাচনের শঙ্খনাদ এই জনগর্জন সভা থেকেই হয়ে গিয়েছিল ৷ আর তারপর এপ্রিল এবং মে মাস জুড়ে পাহাড় থেকে সমুদ্র- কোচবিহার থেকে কাকদ্বীপ চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার ৷ জুন মাসে বিজেপিকে কোণঠাসা করে 22 থেকে এক ধাক্কায় 29-এ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৷ এই লোকসভা নির্বাচনের পর দেখা যায় উত্তর থেকে দক্ষিণ- এতদিন গড় বলে পরিচিত বিভিন্ন আসনেও খারাপ ফল করেছে বিজেপি ৷ আর শেষ হাসি হেসেছে ঘাসফুল ৷ জুলাই মাস তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণের মাস ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে উঠে এসেছে একুশে জুলাইয়ের খণ্ডচিত্র ৷ এরপর রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় আসে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ৷ আরজি কর হাসপাতালের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে আন্দোলন আছড়ে পড়ে রাজপথে ৷
28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 15 দিনের মধ্যে ফাঁসির সংস্থান রেখে বিধানসভায় বিল এনে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন করবে তাঁর সরকার ৷ সেই মতো অপরাজিতা বিল পাশ হয় রাজ্য বিধানসভায় ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ আলোচনায় বসার বার্তা দেন ৷ এরপর ভিডিয়োতে দেখানো হয়েছে ডিভিসির ছাড়া জলে রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির ঘটনা ৷ অক্টোবরে পুজোর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো উদ্বোধন করতে ৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার খবরও জায়গা পেয়েছে ভিডিয়োতে ৷ এছাড়া তিনি রেড রোডের পুজো কার্নিভালেও অংশগ্রহণ নিয়েছেন, রয়েছে সেই ভিডিয়ো ৷ অক্টোবরেই বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘দানা’ ৷ এই বিপর্যয়ের সময় নবান্নে এক রাত জেগে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাও দেখানো হয়েছে 12 মিনিটের এই ভিডিয়োতে ৷ রয়েছে তাঁর বাড়ির কালীপুজোর ছবিও ৷ আরজি কর আন্দোলনের পর নভেম্বর মাসে 6 বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 6 আসনে জয়ের কথা বলা হয়েছে ভিডিয়োর পরবর্তী অংশে ৷ ডিসেম্বরজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় ধরা পড়েছে চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বড়দিনের উৎসব- একের পর এক ছবি ৷ ডিসেম্বর মানেই উৎসবের মাস ৷ তার মাঝে উঠে এসেছে দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের ছবিও ৷ ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োতে বিশেষভাবে জায়গা পেয়েছে তিন বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ থাকার পর তাঁর সরকার গরিব মানুষকে যে টাকা দিয়েছে সেই বিষয়টিও ৷ তাৎপর্যপূর্ণভাবে 2024 সাল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ শেষ হয়েছে সন্দেশখালি দিয়ে ৷ লোকসভা নির্বাচনের সময় কথা দিয়েছিলেন যাবেন, বছর শেষে সেই কথা রাখলেন তিনি৷