কলকাতা

বহরমপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা

তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নাম চিরঞ্জিৎ চক্রবর্তী (৩২)৷ গতকাল গভীর রাতে বহরমপুরে খাগড়া এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷ গতরাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন চিরঞ্জিৎ ৷ পথে খাগড়ার কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্থানীয় ও তাঁর বাকি সঙ্গীদের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।