জেলা

বাঁকুড়ায় হাতির আক্রমণে মৃত ২

আজ ভোরে বাঁকুড়ার রানিবাঁধে হাতির আক্রমণে মৃত্যু হল দু’জনের। মৃতদের নাম ধরণী সর্দার (৬৫) এবং বাসন্তী সর্দার (৩৫)। তাঁদের বাড়ি রানিবাঁধের বুধখিলা গ্রামে। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন ভোররাতে হাতির দল রাইপুরের মটগোদা রেঞ্জ থেকে রানিবাঁধের দিকে চলে আসে। সেই সময় নিজের বাড়ির দাওয়ায় শুয়ে ঘুমোচ্ছিলেন ধরণী সর্দার। তাঁকে দেখতে পেয়ে আচমকাই শুঁড়ে তুলে আছাড় মারে একটি হাতি। অন্যদিকে এদিন ভোরে বাসন্তী সর্দার বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন। সেইসময় একটি হাতি তাঁকেও আক্রমণ করে। পরে খবর পেয়ে ওই গ্রামে পুলিস ও বনদপ্তরের আধিকারিকরা পৌঁছায়। জানা গিয়েছে, হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই দু’জনের। এদিনের ঘটনার প্রতিবাদে সকাল থেকে খাতড়া-রানিবাঁধ মূল রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা। অন্যদিকে দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।