কলকাতা

‘‌‌বাংলাতেই প্রথম নাগরিকত্ব আইন প্রণয়ন হবে’‌, হুমকি বিজেপি-র রাজ্য সভাপতির

বাংলাতেই প্রথম নাগরিকত্ব আইন প্রণয়ন হবে এবং মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস তা থামাতে পারবে না। শুক্রবার এই হুমকি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ বলেন, ‘এর আগে উনি ৩৭০ ধারা রদ এবং নোটবন্দির প্রতিবাদ করেছিলেন। কিন্তু তাতে কেন্দ্রীয় সরকারকে সেটা প্রণয়ন করা থেকে রুখতে পারেননি তিনি। এই ক্ষেত্রেও নতুন নাগরিকত্ব আইন এরাজ্যে প্রণয়ন হবে। এবং বাংলাই হবে প্রথম রাজ্য যেখানে এই আইন সবার আগে প্রণয়ন হবে।’‌ মমতা কেন সিএএ–র বিরোধিতা করছেন তা তাঁকে স্পষ্ট করে বলতে হবে বলে দাবি করে দিলীপের মন্তব্য, ‘‌একটা কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, নাগরিকত্ব আইন এরাজ্যে প্রণয়ন হবেই এবং মমতা ব্যানার্জি বা তাঁর দল কোনওভাবেই সেটা থামাতে পারবেন না।’‌