জেলা

‘‌বাংলায় এনআরসি করতে দেব না’‌, খড়্গপুরে বললেন মমতা

‘‌বাংলায় এনআরসি করতে দেব না’‌, সংসদে বিল পেশের দিনই কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ মমতার

পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গে কোনওভাবেই এনআরসি-র অনুমতি দেবেন না তিনি। সোমবার খড়্গপুরের জনসভায় একথা ফের স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মঞ্চ থেকে সাফ জানিয়ে দেন এরাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না। এনআরসি আর ক্যাব যে একই মুদ্রার দুই পিঠ সেকথা ফের এদিন উল্লেখ করেন তিনি। ক্যাব বা নাগরিকত্ব সংশোধনী বিল যে দেশবাসীকে আরও সঙ্কটে ফেলবে এদিন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা। নাম না করে বিজেপিকে ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বাংলা ‌ফেট্টিবাজদের জায়গা নয়। দেশে এখন শুধু বিভাজনের রাজনীতি চলছে।’‌ এনআরসি-র জন্য অসমে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‌দেশ থেকে কাউকে তাড়ানো চলবে না।’‌ দেশবাসীর জন্য প্রথমে খাবার, বাসস্থান এবং কর্মসংস্থানের দাবি এদিন কেন্দ্রের কাছে জানিয়েছেন মমতা। প্রত্যেক রাজ্যবাসীকে আবশ্যিকভাবে ডিজিটাল রেশন কার্ড নিতে এদিন আবেদন করেন তিনি। এমনকি যেসব মানুষ রেশন তোলেন না তাঁদেরকেও ডিজিটাল কার্ড নিতে আবেদন করেন মুখ্যমন্ত্রী। পেঁয়াজের অগ্নিমূল্য নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী।