জেলা

বাংলায় মিলল তৃতীয় আক্রান্তের হদিশ, হাবড়ার ছাত্রী করোনা-পজিটিভ

করোনা ভাইরাসের প্রভাব এবার কলকাতা ছাড়িয়ে জেলাতেও। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগণার হাবড়ার বাসিন্দা বর্ণালি বিশ্বাস।  হাবড়ার পাল পাড়ার বাসিন্দা বর্ণালি গত ১৬ মার্চ স্কটল্যান্ড থেকে ফেরেন। তারপর থেকেই অসুস্থ ছিলেন তিনি। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু বিদেশ থেকে ফেরায় ও শরীরে করোনা ভাইরাসের নানা উপসর্গ দেখা দেওয়ায় সেখান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয় বর্ণালিকে। সেখানেই শুক্রবার রাতে তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট নাইসেড থেকে এলে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। বর্ণালির বাড়ির লোকজনের সঙ্গে এলাকাবাসীদের কারা সংস্পর্শে এসেছেন তাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে। যদি কেউ এই সময়ের মধ্যে বর্ণালি ও তাঁর পরিবারের সংস্পর্শে আসেন, তাহলে তাঁদেরও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন ও স্বাস্থ্য দফতর।