কলকাতা

বাগুইআটিতে আগুনে পুড়ে গেল ৯টি গাড়ি ও বাস

রাতের অন্ধকারে পুড়ে ছাই হয়ে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৯টি গাড়ি ও বাস। শনিবার গভীর রাতে বাগুইআটিতে এই অগ্নিকাণ্ডটি ঘটে। জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ হঠাত্‍ই দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। একে একে আগুন লেগে যায় দাঁড়িয়ে থাকা ৯টি গাড়িতে। বিষয়টি টের পেয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকল বাহীনির ৬টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।