কলকাতা

বাগুইআটি খুনের ঘটনায় গ্রেপ্তার ১

বাগুইআটির দেশবন্ধু নগরে খুনের ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম ত্রিদিব মিত্র। বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় বাগুইআটি থানার পুলিস অভিযুক্তকে জোড়ামন্দির এলাকা থেকে গ্রেপ্তার করে। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর এলাকার একটি ড্রেন থেকে রাজা দাস নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। দেখা যায় তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায়। তদন্তে জানা গিয়েছে, মদ খাওয়াকে কেন্দ্র করে গোলামালের জেরেই রড দিয়ে ওই যুবকের মাথায় আঘাত করে অভিযুক্ত। তার ফলেই মৃত্যু হয় রাজা দাসের। পুলিসের জিজ্ঞাসাবাদে একথা স্বীকার করেছে ধৃত যুবক।