অফবিট দেশ

বাজারে নতুন ১০ এবং ৫০০ টাকার নোট আনছে আরবিআই, থাকবে বড় বদল

নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট ছাপাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে ভারতের বাজারে নতুন ১০০ এবং ২০০ টাকার নোট প্রকাশের পাশাপাশি ১০ এবং ৫০০ টাকার নতুন নোট প্রবর্তনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল আরবিআই)। বিশেষ বদল থাকবে নতুন দশ এবং পাঁচশো টাকার নোটে। ৪ এপ্রিল, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক নতুন ১০ টাকা এবং ৫০০ টাকা ছাপার ঘোষণা করেছেন। সেই নোটে থাকবে বিশেষ বদল। ফের মহাত্মা গান্ধী সিরিজের নোট ছাপাবে আরবিআই। তবে নয়া নোটগুলোতে থাকবে সামান্য পরিবর্তন। বদলাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের স্বাক্ষর। মহাত্মা গান্ধী সিরিজের নতুন ১০ টাকা এবং ৫০০ টাকার নোটে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে। এত দিন নোটে প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসের স্বাক্ষর ছিল। দেশের নিয়ম অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের স্বাক্ষর যে কোন নোটে থাকা বাধ্যতামূলক। সেই স্বাক্ষর দেখেই নোটের আসল-নকল পার্থক্য করা যায়।