ইকনমিক স্লো ডাউনের সঙ্গে কীভাবে পাল্লা দেবে কেন্দ্র, সেদিকে নজর ছিল সবারই। বাজেট পেশ হওয়ার পরই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি একটা যুগের সমাপ্তি? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বাজেট প্রতিক্রিয়ায় জানান, কেন্দ্রীয় সরকার কীভাবে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে, তা দেখিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। উল্লেখ্য, কেন্দ্রের ঘোষণায় এলআইসি, ইন্ডিয়ান রেলওয়েজ, এয়ার ইন্ডিয়া, বিএসএনএলের মতো প্রতিষ্ঠানগুলির সুরক্ষা তো দূর অস্ত, এই প্রতিষ্ঠানগুলিকে বেসরকারিকরণ হতে চলেছে। এলআইসির শেয়ার বিক্রির ঘোষণা হয়েছে ২০২০-র কেন্দ্রীয় বাজেটে।