ভাষণের পর প্রথা ভেঙে অধ্যক্ষের ঘরে গেলেন রাজ্যপাল
রাজ্যপাল জগদীপ ধনকড় গতকালই জানিয়েছিলেন, শুক্রবার বিধানসভায় ইতিহাস তৈরি হবে। সরকারের সঙ্গে তাঁর সেই চরম সংঘাতের আশঙ্কায় এমনিতেই আজ সকাল থেকে টানটান বিধানসভার পরিবেশ। উপরি দেখা গেল, অধিবেশন শুরু হওয়ার আগে তৃণমূল বিধায়কদের হাতে হাতে ঘুরছে দেশের সংবিধান, সাদা অ্যাপ্রন আর একটি হেড ব্যান্ড তথা ফেট্টি। কালো রঙের সেই ফেট্টিতে লেখা ‘নো এনআরসি- নো সিএএ’। অর্থাৎ রাজ্যপালের সামনেই নাগরিকত্ব সংশোধন আইনের বিরোধিতায় প্রস্তুত তৃণমূল। আজ নিয়ম মেনে পুরো ভাষণ পড়লেন রাজ্যপাল জগদীপ ধনকার। তবে কোথাও কোন সংযোজন বা বিয়োজন করেননি তিনি। বর্তমানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। প্রোটোকল অনুযায়ী ভাষণ দেওয়ার পরই বিধানসভা থেকে বেরিয়ে যান রাজ্যপাল। কিন্তু আজ ভাষণ দেওয়ার পরই সোজা অধ্যক্ষের ঘরে চলে যান রাজ্যপাল। যা একেবারেই নজিরবিহীন ঘটনা বলে দাবি করেছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে, অধ্যক্ষ এবং রাজ্যপাল ছাড়াও ওই ঘরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সন্দেহ নেই বাজেট অধিবেশনে এমন মহানাটকীয় পরিস্থিতি এর আগে কখনও বাংলায় হয়নি।