জেলা

বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, মৃত ১

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী। স্থানীয় আমঝাড়া গ্রামপঞ্চায়েতের ৮ নম্বর খড়িমাচান এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে গুলিতে এক জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। নিহতের নাম রহিম শেখ (৪৫)। সূত্রের খবর, শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন কাপড় ব্যবসায়ী তথা যুব তৃণমূলকর্মী রহিম শেখ। অভিযোগ সেই সময় বাবলু গায়েন, রাজ্জাক গায়েন, হানিফ শেখ-সহ জনা তিরিশেক লোক রহিমকে তুলে নিয়ে যায়। প্রথমে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পরে তাঁর পায়ে তারা একাধিক গুলি করে। দুষ্কৃতীরা সকলেই তৃণমূল কর্মী বলে অভিযোগ।রহিমকে বাঁচাতে গেলে তিন জন যুব তৃণমূলকর্মী সেখানে হাজির হন। তাঁদের নাম এসার আলি শেখ, কুতুবউদ্দিন শেখ ও

কাশেম শেখ। তাঁরা তিনজন গুরুতর আহত হন। রহিমের পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে রহিমের দাদা কাশেম শেখ নিখোঁজ ছিলেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। চিকিৎসার জন্য কাশেমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে রহিম শেখকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা রহিম শেখকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী আকলিমা শেখ ও ছেলে আজহার শেখের অভিযোগ, “যুব তৃণমূল করার অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা এমন কাণ্ড করেছে। দুষ্কৃতীদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তি দিক পুলিশ প্রশাসন।”এই ঘটনার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমঝাড়ায় পুলিশ মোতায়েন করা হয়।