৩৭০ ধারা বিলোপের পরও অশান্তির সমাপ্তি নেই উপত্যকায়। সদ্য তা রূপ পেয়েছে কেন্দ্র শাসিত অঞ্চলে। কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গিরা একের পর এক ছক করেই চলেছে অনুপ্রবেশ এবং নাশকতা করার জন্য। তাই জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর গ্রামগুলির সুরক্ষার জন্য কয়েক হাজার বাঙ্কার তৈরি করছে কেন্দ্রীয় সরকার। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলা-গুলিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সীমান্তের গ্রামগুলি। এই সব গ্রামবাসীরা বিপদে পড়ে বাঙ্কারে যাতে আশ্রয় নিতে পারেন তাই এই পদক্ষেপ।
সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, ভূস্বর্গের বিভিন্ন সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে প্রচুর বাঙ্কার। এখনও পর্যন্ত ১২০০ বাঙ্কার তৈরি হয়েছে বলে খবর। নির্মাণ কাজ চলছে আরও ১০০০টির। এই এলাকায় মোট ৩ হাজার ১৩১টি বাঙ্কার তৈরি হবে বলে জানান রাজৌরির ডিডিসি মহম্মদ আইজাজ আসাদ। সীমান্তে অস্থির পরিস্থিতি তৈরি হলে বাঙ্কারের মধ্যে ঢুকে পড়ে প্রাণ বাঁচাতে পারবেন গ্রামবাসীরা।