বিনোদন

বায়ুসেনার পাইলটের ভূমিকায় অজয়

এর আগে একাধিক ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। কিন্তু, এবার বায়ুসেনার একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে। ২০১৩ সাল থেকে ২০১৯ পর্যন্ত প্রতি বছর স্বাধীনতা দিবসের সময় অক্ষয় কুমারের কোনও না কোনও ছবি মুক্তি পেয়েছে । কিন্তু, এ বছর এখনও পর্যন্ত ওই সময়ের জন্য কোনও ছবি মুক্তির কথা ঘোষণা করেননি অক্ষয় । তবে এবার অক্ষয়কে পিছনে ফেলে এগিয়ে গেছেন অজয় দেবগন । ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া’। পরিচালনায় অভিষেক দুধাইয়া । প্রকাশ্যে এল ‘ভূজ দা প্রাইড অফ ইন্ডিয়া’-এ অজয় দেবগনের ফার্স্ট লুক । পরিচালক টুইটারে অজয়ের লুক শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে অজয়ের গায়ে বায়ুসেনার পোশাক। মাথায় টুপি ও চোখে কালো চশমা । আর তাঁর ঠিক পিছনেই রয়েছে ভারতীয় বায়ুসেনার একটি বিমান। ছবিতে তাঁর চরিত্রের নাম বিজয় কুমার কার্ণিক। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ছবিটি তৈরি করা হয়েছে। যেখানে উঠে আসবে তৎকালীন ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিকের কথা । যুদ্ধের সময় গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বায়ুসেনার একটি ঘাঁটি উড়িয়ে দেয় পাকিস্তান । স্কোয়াড্রন লিডার বিজয় কার্ণিক ভূজ সংলগ্ন গ্রাম থেকে স্থানীয়দের সাহায্য়ে সেই বিমান ঘাঁটি ফের তৈরি করেন । স্থানীয়দের মধ্যে বেশিরভাগই ছিলেন মহিলা । তারপর নিজেই হামলা চালান পাকিস্তানি সেনার উপর । যুদ্ধকালীন পরিস্থিতিতে কার্ণিকের এই পদক্ষেপ প্রশংসিত হয় ।