কলকাতা জেলা

বিকেলে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

আজ বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফরের থেকে জারি করা হল সতর্কবার্তা। এ সপ্তাহের শুরু থেকেই আংশিক মেঘলা আকাশ থাকার পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস ৷ পূর্বাভাস মতই আকাশে সূর্যের দেখা নেই ৷ বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল বুধবার সকাল থেকেই ৷ তবে সম্প্রতি হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়ে যাবে ৷ আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের ৩ জেলায় ও দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ রাত থেকেই বৃষ্টি শুরু কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সপ্তাহভর। বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷