দেনার ভারে হাঁসফাঁস এয়ার ইন্ডিয়া-র ১০০ শতাংশ মালিকানাই বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার পুরোটাই বিক্রি করতে চেয়ে সোমবার একটি দরপত্র প্রকাশ করেছে কেন্দ্রে। আবেদন করতে হবে ১৭ মার্চের মধ্যে। তবে শর্ত একটাই ক্রেতাকে সরকারি ওই বিমান সংস্থার ২৩ হাজার ২৮৩ কোটি টাকা দেনার দায় নিতে হবে। শিল্প মহলের খবর, এয়ার ইন্ডিয়াকে কেনার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে টাটা, হিন্দুজা, ইন্ডিগো, স্পাইস জেটের মতো সংস্থা। কাতার এয়ার ওয়েজের প্রাক্তন ভারতীয় আধিকারিক রাজন মেহতা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে বড়সড় চেষ্টা করতে পারে সরকার। এমনকি ক্রেতার বিশেষ কোনও অনুরোধও রাখতে পারে সরকার। কারণ সরকারের লক্ষ হল যে কোনও উপায়ে এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়া।


