বিদেশ

বিক্ষোভকারীদের ওপর সুদান সেনাবাহিনীর গুলি, নিহত ৩৫

সুদানের সেনা সদর দপ্তরের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দেশটির সেনাবাহিনী সোমবার অতর্কিতে ‘হামলা’ চালিয়েছে। এতে অন্তত ৩৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। বিক্ষোভস্থল থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এছাড়া রাজধানীর সড়ক জুড়ে ব্যাপক সৈন্য মোতায়েন করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর প্রথমে টিয়ার গ্যাস ছুঁড়ে। এরপর তাদের ওপর ‘সাউন্ড গ্রেনেড’ দিয়ে হামলা চালায় ও গুলি করে।