নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের ভাষা বদলানোর আবেদন জানিয়েছেন বাংলার বুদ্ধিজীবীরা। অপর্ণা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত-সহ একাধিক ব্যক্তিত্ব শান্তির বার্তা দিয়েছেন। এসবের মাঝেই অভিনেতা তথা বিদ্বজ্জন বাদশা মৈত্রর ছবি নিয়ে এক ফেসবুক পোস্টে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। ঘটনাস্থল সারগাছি স্টেশন। শনিবার সেখানেই বিরোধিতায় একপ্রকার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিন সেই বিক্ষোভ প্রদর্শনকারী এলাকাতেই বাদশা মৈত্রকে দেখা গিয়েছে। ফোনালাপে ব্যস্ত বাদশা মৈত্র। ভাইরাল ফেসবুক পোস্টে এমনভাবেই দেখা গেল বিশিষ্ট অভিনেতা তথা বাম যুবনেতা বাদশাকে।
যদিও বাদশা মৈত্র জানান, ‘বহরমপুরের ডোমকলে বামফ্রন্ট যুব সংগঠন DYFI-এর জেলা সম্মেলন চলছিল। সেখানেই যোগ দেওয়ার কথা ছিল। সারগাছির কাছে রাস্তা অবরোধ করে তখন জোর বিক্ষোভ প্রদর্শন চলছিল। তাই বিক্ষোভস্থলে নেমে আমি প্রথমে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দেখি যে, কোনওভাবে গাড়ি নিয়ে সেই এলাকা পার করা যায় কিনা! তারপর সেটা না হওয়ায় তখনই DYFI-এর ছেলেদের ফোন করি। ওরা এসে আমায় গ্রামের ভিতরের অন্য রাস্তা দিয়ে বের করে নিয়ে যায়। ওই যে আমি ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। আর আমার মাথায় একটা টুপি ছিল। সেসব জুড়েই এমনভাবে দেখানো হয় যে আমি সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছি। এবং সেটাকে কেন্দ্র করে অসংখ্য কদর্য মন্তব্য ধেয়ে আসে সোশ্যাল মিডিয়ায়।