কলকাতা

বিক্ষোভের আবহেই ৩:৩২ মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী

কলকাতাঃ ৩.৩২ মিনিটে বায়ুসেনার বিশেষ বিমানে দমদম এয়ারপোর্টে পোঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর। এলাকায় টহল দিচ্ছে পুলিস, সেনাবাহিনী। ববি হাকিম এবং স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মোদিকে স্বাগত জানাতে, প্রধানমন্ত্রীকে আনতে সেখানে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হবে। মিনিট ৫ সেখানে থাকার পর বিশেষ চপারে চেপে তিনি পৌঁছবেন রেস কোর্সে। বিকেল ৪ টেয় রাজভবন যাবেন প্রধানমন্ত্রী, বিকেল ৫.৪৫ মিনিটে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে অনুষ্ঠান। সন্ধে ৭ টায় মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন, তারপর প্রধানমন্ত্রী চলে যাবেন বেলুড় মঠ, বেলুড়মঠেই রাত্রিবাস করবেন নরেন্দ্র মোদি। কাল সকাল ১১ টায় নেতাজি ইনডোরে কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২.৪৫ -এর বিমানে দিল্লি রওনা। উল্লেখ্য, মোদির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই দফায় দফায় বিক্ষোভ শুরু হয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। তবে এয়ারপোর্টের কাছাকাছি কোনও বিক্ষোভ কর্মসূচি রাখতে দেয়নি পুলিস।  সবমিলিয়ে বিমানবন্দর এলাকায় তৎপরতা তুঙ্গে। এসপিজির গাড়ি থেকে দমকল সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিমানবনদরে।  অন্যদিকে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় কৈখালী মোড় অবরোধের জের চিনারপার্ক পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।