
মিলেনিয়াম পার্কে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান শেষ করে গঙ্গায় বেলুড়ে পথে পাড়ি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গা বক্ষ থেকে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু দেখে মুগ্ধ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে হাওড়া ব্রিজের ছবি পোস্ট করে মোদিজী লেখেন, অসম্ভব সুন্দর দেখাচ্ছে হাওড়া ব্রিজকে। আজ বেলু়ড় মঠে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গার পথে বেলুড়ে পৌঁছে সেখানকার মহারাজদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান। বেলুড়মঠের গেস্ট হাউসেই রাত্রিবাস করবেন তিনি৷ এ দিন মোদি বেলুড়মঠে পৌঁছতেই তাঁকে স্বাগত জানান সন্ন্যাসীরা৷ প্রধানমন্ত্রীর নৈশভোজে তাঁকে শ্রীরামকৃষ্ণের ভোগই দেওয়া হয়৷ মেনুতে ছিল গোবিন্দ ভোগ চাল, মুগ ডাল ও আলু দিয়ে খিচুড়ি, পায়েস, মিষ্টি ও ফল৷ আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন সেকারণে বেলুড় মঠেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঠ সূত্রের খবর, রবিবার ভোরে মূল মন্দিরে মঙ্গলারতিতে যোগ দেবেন তিনি। এরপর বিবেকানন্দের আবাসগৃহে গিয়ে ধ্যানে বসবেন। তারপর প্রাতঃভ্রমন সেরে তিনি গেস্ট হাউসে ফিরে যাবেন। ফের হোভারক্র্যাফ্টে চেপে মিলেনিয়াম পার্কের জেটিতে নামবেন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে যোগ দিতে।




