দেশ

বিজেপির হাত ধরতেই অজিত পাওয়ারের সেচ দুর্নীতির ৯টি মামলা থেকে খালাস

কংগ্রেস-এনসিপি জোট সরকারের আমলে অজিত পাওয়ার ছিলেন সে রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী। সেই সময়েই সেচ দুর্নীতির বিপুল অভিযোগে অভিযুক্ত হন তিনি। তারপর সরকার বদলের পরে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্যের দুর্নীতি দমন শাখা। এতদিন পর্যন্ত তিনি অভিযুক্তই ছিলেন। কিন্তু কাকা শারদ পাওয়ারকে ছেড়ে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত দেওয়ার পরেই পরিস্থিতি পাল্টে গেল। সেচ দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া ৯টি মামলা থেকে খালাস করে দেওয়া হল অজিত পাওয়ারকে। স্বাভাবিকভাবে বিজেপির এই স্বেচ্ছাচারিতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মহারাষ্ট্রে সেচ দপ্তরের অধীনে ৩ হাজারটি প্রকল্প বাস্তবায়নের কথা ছিল অজিত পাওয়ারের আমলে। সেই বিশাল প্রকল্প নিয়েই উঠেছিল দুর্নীতির অভিযোগ। হঠাত্‍ করে সব অভিযোগ থেকে নিস্কৃতি পেলেন অজিত। যদিও এসিবি জানিয়েছে, সব অভিযোগ থেকে অজিতকে মুক্ত করা হয়নি। কেবল ন’‌টি মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে।