দেশ

বিজেপি নেতা ও বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের তোপের মুখে দিল্লি পুলিশ

দিল্লির জ্বলছে হিংসার আগুনে। সিএএ নিয়ে শুরু হওয়া দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছে ২৩ জন। এই পরিস্থিতিতে রাজধানীর এই পরিস্থিতি নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হল দিল্লি পুলিশ ও প্রশাসনকে। হাইকোর্টের প্রশ্ন, উস্কানিমূলক বক্তব্য রাখা সত্ত্বেও কেন তিনজন বিজেপি নেতার বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করেনি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের দিকে হাইকোর্ট প্রশ্ন ছুঁড়ে দিয়ে হাইকোর্ট বলে, ‘এই নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে যত দেরি হবে তত পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাবে। এই নেতাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের না হলে তা ভুল বার্তা ছড়াচ্ছে।’ তাই বিজেপি নেতা কপিল মিশ্র, প্রকাশ ভর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে এফআইআর করার ব্যাপারে বুধবার নির্দেশ দেন বিচারপতি এস মুরলীধর ও বিচারপতি তালওয়ান্ত সিংকে নিয়ে গঠিত দিল্লি হাইকোর্টের বেঞ্চ। তাঁরা এও জানিয়ে দেন, বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে।  প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত আমলা হর্ষ মন্দেরের দায়ের করা দিল্লি অশান্তি নিয়ে এক মামলার প্রেক্ষিতেই আজ এই শুনানি হয় দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে।