জেলা

বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে চোর স্লোগান, মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার কাণ্ড

চব্বিশের লোকসভা ভোটের হাত ধরে বিচারকের আসন থেকে রাজনীতির ময়দানে প্রবেশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বিজেপির টিকিটে তমলুক আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি। আজ শনিবার জেলাশাসকের অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দিলেন অভিজিৎ। তবে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে বাধল ধুন্ধুমার কাণ্ড। চাকরিহারাদের ক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন বিচারপতি। ধর্নামঞ্চ থেকে ভেসে এল চোর স্লোগান। পালটা ধর্নামঞ্চকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ক্রমেই এলাকা অশান্ত হয়ে ওঠে, বিশৃঙ্খলার চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পৌঁছয় পুলিশ।