কলকাতা

বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার হবে না

বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপাল জগদীপ ধনকারের ভাষণের কোনও সরাসরি সম্প্রচার হবে না। এদিন দুপুরে এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে সকাল থেকে ভাষণ সম্প্রচারের জন্য প্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জাম বিধানসভার কক্ষে আনা হয়েছিল। কিন্তু, বেলা সাড়ে ১১টার কিছু পরে নির্দেশ আসে, ভাষণের সরাসরি সম্প্রচার হবে না। উল্লেখ্য, আজ, শুক্রবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। তবে তা নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ। কারণ, রাজ্য সরকারের লেখা ভাষণের বয়ান নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। এই পরিস্থিতিতে এদিন রাজ্যপাল লিখিত বয়ানের বাইরে গিয়ে বাড়তি কিছু মন্তব্য করেন কিনা তার দিকে নজর সব পক্ষের।