মালদা

বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলনে মালদা জেলা গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতি

মালদা, হক জাফর ইমামঃ বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলনে নামলেন মালদা জেলা গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতি। তাদের দাবি কমিশন প্রথা তুলে দিয়ে মাসিক বেতনভুক্ত করতে হবে , অনিয়মিত ছাঁটাই বন্ধ করতে হবে, ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক আয়দাতাকারীদের ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়ে অব্যাহতি দিতে হবে সহ ‌ একাধিক দাবি। এদিন শতাধিক কর আদায়কারী মালদা শহর জুড়ে মিছিল করেছে গ্রাম উন্নয়ন ভবনে জমায়েত হন। সেখানে নিজেদের দাবি দাওয়া নিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর ডিপি আরডিও হাতে একটি দাবি পত্র তুলে দেন। সংগঠনের সদস্য মুক্তিনাথ ঝা জানান তাদের এই দাবি দাবা না মানলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। তারা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সাথে যুক্ত। আগামীতে তাদের এই দাবি পূরণ না হলে তারা এই সংগঠনে যুক্ত থাকবেন কিনা ভেবে দেখবেন বলেও জানান।