দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অশান্তি ও অনিয়শ্চতা জারি। এই আবহেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। বৈঠকে এনপিআর নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। আজকের এই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে দেশ জুড়ে এনপিআর প্রক্রিয়াতে ছাড়পত্র দিল কেন্দ্র। এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি হল দেশে থাকা সকল বসবাসকারীদের একটি তালিকা। এদিকে ২০০৩ সালের নাগরিকত্ব আইন অনুযায়ী দেশে একটি নাগরিক পঞ্জি তৈরি করতে হবে। সেটি করার প্রক্রিয়া হল দেশে বসবাসকারী জনগণের মধ্যে থেকে নাগরিক ও বিদেশিদের আলাদ করা। প্রসঙ্গত, এই এনপিআরকেই বিরোধীরা এনআরসির প্রথম ধাপ হিসাবে দেখছে। ইতিমধ্যেই এই জাতীয় জনসংখ্যা পঞ্জির প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ, কেরলের মতো রাজ্যগুলি।


