খেলা

বৃষ্টিতে ভেস্তে গেল প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম টি-২০

ধরমশালা: রবিবার হিমাচলপ্রদেশে বৃষ্টির পূর্বাভাষ ছিলই৷ স্বাভাবিকভাবেই ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ ঘিরে অনিশ্চয়াতার বাতাবরণ বিরাজ করছিল৷ আশঙ্কা জোরালো হয় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায়৷ একটানা প্রবল বর্ষণে শেষমেশ আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হয়৷ মন্দ আবহাওয়ায় সিরিজের প্রথম টি-২০ ম্যাচ সরাকারিভাবে পরিত্যক্ত ঘোষিত হয় রাত ৮টা নাগাদ৷প্রাথমিকভাবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০মিনিটে টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল৷ ৭টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ৷ বৃষ্টির জন্য টস-টাইম পিছিয়ে দেওয়া হয়৷ একটানা বৃষ্টি হলেও মাঠ কর্মীরা ক্রমাগত পিচ কভার থেকে জল সরানোর কাঝে ব্যস্ত ছিলেন৷ যাতে বৃষ্টি থামলে মাঠ খেলার উপযুক্ত করে তুলে বিশেষ সময় নষ্ট না-হয়৷ সুপার সপারও জল সরানোর কাজে নিয়োজিত ছিল সুযোগ৷মাঝে বৃষ্টি একটু কমলে ম্যাচ অফিসিয়ালরা মাঠ পরিদর্শনের জন্য বাউন্ডারির ধারে পৌঁছন৷ তবে আউটফিল্ডের অবস্থা দেখেই তাঁরা নিশ্চিত হয়ে যায় যে এ যাত্রায় ধরমশালায় ম্যাচ শুরু করা সম্ভব নয়৷ অগত্যা সময় নষ্ট না করে দু’দলকে ম্যাচ পরিত্যক্ত হওয়ার কথা জানিয়ে দেন ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন৷