পটনাঃ অতি বৃষ্টির কারণে বিহারের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে পড়ছে। রবিবারও বৃষ্টি হওয়ার কারণে পরিস্থিতি আরও নাগালের বাইরে চলে যায় বলে জানা গিয়েছে। সারা রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা। এছাড়াও রাজ্যের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রেই জানা গিয়েছে, বৃষ্টির জেরে ২৪ জন প্রাণ হারিয়েছেন। বিহার সরকার রাজ্যের এই পরিস্থিতি থেকে রক্ষার জন্য বায়ুসেনার সাহায্য চেয়েছে।কেন্দ্র ইতিমধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে ঝুঁকিপূর্ণ জায়গায় উদ্ধার ও ত্রাণ পৌঁছানর জন্য মোতায়েন করেছে বলে জানা যাচ্ছে।আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ার কারণে বিহার সরকার “রেড অ্যালার্ট” জারি করেছে। আবহাওয়া দফতরের মতে, শনিবার থেকে পটনায় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে এটি রেকর্ড তৈরি করেছে।গঙ্গা, কোশি, গণ্ডক, বাগমতী ও মহানন্দাসহ বড় নদীর জলের স্তর বৃদ্ধি পাচ্ছে এবং বহু স্থানে বাঁধ ভাঙার পরিস্থিতি দেখা দিয়েছে। জলসম্পদ দফতর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেছে এবং জেলা কর্তৃপক্ষকে যে কোনও পরিস্থিতি সামলানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি বৈঠক রাখেন সর্দার বল্লভভাই প্যাটেল ভবনে। সেখানে বিপর্যয় মোকাবিলা বাহিনী কীভাবে উদ্ধারকার্য চালাচ্ছে তার পর্যালোচনা করেছেন। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সচিব প্রত্যয় অমৃতও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।