শনিবার কলকাতায় দুই দিনের সফরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে থেকেই শহর জুড়ে মোদী বিপোধী তথা সিএএ ও এনআরসি বিরোধী বিক্ষোভে উত্তাল হয় শহর কলকাতা। বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জনপথে বেলুড় আসেন। এদিন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সেখান থেকেই বক্তব্য রেখেছেন তিনি। এদিন মোদির মুখে ৩৭০ ধারা বিলোপ, সিএএ-এর কথা তোলেন। রাজ্য সরকারের নিন্দাও করেন প্রধানমন্ত্রী। এছেড়া নাগরিকত্ব আইন নিয়ে সেখান থেকে কথা বলেছেন তিনি। তিনি বলেছেন ‘এই আইন নিয়ে তরুণ প্রজন্মকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। চার দিকে একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ এর পাশাপাশি তিনি বলেন, উত্তর পূর্ব ভারতের জন্য কোনও চিন্তা নেই। এই আইনের বলে সেখানে কোনও বিরূপ প্রতিক্রিয়া পড়বে না। আর তা নিয়ে তৈরি হল বিতর্ক। আর তাতেই বেজায় ক্ষোভ রাজনৈতিক মহল থেকে নেটিজেন। প্রশ্ন উঠল মোদির বক্তব্য নিয়ে। কেন বেলুড় মঠে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য রাখলেন মোদি, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বাম নেতা মহম্মদ সেলিম এদিন বলেন, ‘উনি সরকারি কাজে এসেছেন। ওনার বেলুড় মঠকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা উচিত্ হয়নি। ‘পবিত্র ভূমিকে রাজনৈতিক আখড়া বাননাো হচ্ছে’ এই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি ‘কুরুচিকর’ বলে ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় তিনি নিজেকে লজ্জিত মনে করছেন বলেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। গতকালই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করেও বুঝেছিলেন, সিএএ কার্যকরে অনড় তিনি। বিতর্কে না গিয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন, দিল্লিতে আসুন, কথা হবে।