কলকাতা

বেলেঘাটায় চালু হল নতুন বাস রুট

আজ থেকে বেলেঘাটায় চালু হল নতুন বাস রুট ৪৪/১ । এই রুটে আপাতত চলবে ৩০টি বাস । ফুলবাগানে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের সম্প্রসারণের কাজ চলায় ও যানজট নিয়ন্ত্রণের জন্য ২০১৪ সালে ৪৪ নম্বর রুটকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । নারকেলডাঙ্গা মেন রোডের পরিবর্তে বেলেঘাটা মেন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল রুটটি । মেট্রোর কাজ সম্পূর্ণ হওয়ার পর রুটটিকে আবার আগের পথেই নিয়ে আসা হয়। তবে ততদিনে ওই এলাকার মানুষে মধ্যে নতুন রুটের চাহিদা বেড়ে গেছে ।  সিটি সাবার্বান বাস সিন্ডিকেটের সভাপতি টিটু সাহা বলেন, “রুটটিকে আবার আগেই পথে ঘুরিয়ে দেওয়ার পর বেলেঘাটার লোকজন অসুবিধায় পড়ে । কারণ নতুন পথে ৪৪ নম্বর রুট দিয়ে বেলেঘাটা হয়ে হাওড়াগামী বাসগুলি যাতায়াত করত । যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ৪৪ নম্বর রুটটি দু’ভাগে ভেঙে দেওয়া হল । এবার ৪৪ নম্বর রুটে বাস চলবে নারকেলডাঙা মেন রোড হয়ে আর ৪৪/১ নম্বর রুটে বাস চলবে বেলেঘাটা মেন রোড দিয়ে।”