মালদা

বোনের শেষকৃত্য করে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে বচসার কান ছিঁড়ল দাদার

হক জাফর ইমাম, মালদা: খুড়তুতো বোনের শেষকৃত্য করে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে বচসার জেরে ইটের আঘাতে কান ছিঁড়ল দাদার। তাকে বাঁচাতে গিয়ে আহত তার ছেলেও। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে মালদা পুখুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম,সীতেশ সরকার(৩৮)। তার ছেলে করণ সরকার(১৮)। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী দশরথ সরকার পলাতক। জানা গিয়েছে রিকা সরকার(২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবতীর অসুস্থতার কারনে মৃত্যু হয়। তার সৎকার্য করার জন্য স্থানীয় একটি শ্মশানে নিয়ে যাওয়া হয় তার দেহ। শেষকৃত্য করার পর বাড়ি ফিরে কে কত খরচ করবে তা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় দশরথ সরকার ইট দিয়ে হামলা চালায় সীতেশ সরকারের উপর। ইটের ঘায়ে তার বাঁ কান ছিঁড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার ছেলে করন সরকার। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা।রাতেই তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা।আহত সীতেশ সরকার জানিয়েছেন, তার খুড়তুতো বোনের মৃত্যুর পর তারা সৎকার্য করতে স্থানীয় একটি শ্মশানে যায়। সেখান থেকে ফিরে হঠাৎ করে গালিগালাজ দিতে শুরু করে দশরথ সরকার। সেই ঘটনার প্রতিবাদ করতেই ইট দিয়ে তার উপর হামলা চালায় অভিযুক্ত। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলেকেও ইট দিয়ে মারা হয় বলে অভিযোগ। বর্তমানে দুজনেই মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ করার কথা বলেছেন তিনি। জানা গিয়েছে, আহতর কানে ৮টি সেলাই পড়েছে। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে মালদা পুখুরিয়া থানার পুলিশ।