বোমায় উড়ে গেছে দুই হাত। চিকিৎসকরা সবার আগে অবশিষ্ট থাকা তার দুই হাত কেটে ফেলেন। প্রাণে বাঁচলেও সেই যন্ত্রণা এখনো সঙ্গী তার। তারপরেও থেমে থাকেননি। জীবনের পথে চলেছেন এগিয়ে। আজ তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল শেপার। সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়ে যাওয়া এই নারীর নাম মালবিকা আইয়ার। মালবিকা আইয়ারের অর্জন এখানেই শেষ নয়, তিনি জাতিসংঘের সদর দফতরে মোটিভেশনাল বক্তব্য দেন। মালবিকা বলেন, ‘মাত্র ১৩ বয়েসে গ্রেনেডে হাত উড়ে যায়। আমাকে বাঁচানোর জন্য চিকিৎসকরা দুটো হাতই কেটে বাদ দেন। একইসঙ্গে সেলাই করার সময় আমার হাতের হাড় যে বেরিয়ে আছে, খেয়াল করেননি চিকিৎসকরা। ফলে সেলাই হলো ভুল জায়গায়। বেরিয়ে থাকল হাতের হাড়।’ শেষে যন্ত্রণার হাত থেকে বাঁচতে ওই হাড়কে রুপোর পাতলা পাতে মুড়ে দেন তিনি। সেই হাড় মালবিকার উড়ে যাওয়া হাতের আঙুলে রূপান্তরিত। যা দিয়ে তিনি টাইপ পর্যন্ত করেন! লিখে যান পৃষ্টার পর পৃষ্টা। শুধু তাই নয়, তিনি তার পিএইচডিও শেষ করেছেন।