জেলা

ব্যারাকপুরের ৮ পুরসভাকে ভেঙে হবে কর্পোরেশন

ব্যারাকপুরের ৮ পুরসভাকে ভেঙে ব্যারাকপুর কর্পোরেশন করার সিদ্ধান্ত নিল রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর। শুক্রবার ব্যারাকপুর মহকুমার শাসক এই মর্মে প্রত্যেকটি পুরসভায় নোটিশ জারি করেছেন। এর মধ্যে রয়েছে টিটাগড়, ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, গারুলিয়া,ভাটপাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচড়াপাড়া পুরসভা। এদিকে, সর্বদলীয় বৈঠক না ডেকে আচমকা রাজ্য সরকারের এই একক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দাবি, শাসক তৃণমূল কংগ্রেস নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। কিন্তু ৮ টি পুরসভা নিয়ে ব্যারাকপুর কর্পোরেশন তৈরি হলে ভৌগলিক অবস্থানের কারণে মানুষকে নতুন করে চরম দুর্ভোগে পড়তে হবে। সাধারণ মানুষ নানা রকম প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার জটিলতার শিকার হবেন। বৃদ্ধ ও অসুস্থ্য মানুষেরা নিত্য প্রয়োজনীয় কাগজপত্র ও দরকারে অযথা বা অকারণে হায়রান হবেন । ফাইল চিত্র।