জেলা

ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠল নৈহাটি, ভেঙে পড়ল হাসপাতালের কাঁচ

বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নৈহাটি-চুঁচুড়া

দেবাশিষ দত্ত, নৈহাটিঃ বাজি নিষ্ক্রিয় করার জেরে ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল একদিকে নৈহাটি, অন্যদিকে গঙ্গার উল্টোপাড়ে অবস্থিত চুঁচুড়া। কম্পনের জেরে আতঙ্ক দেখা দিল জেলা আদালত সহ গঙ্গার পাড় সংলগ্ন একাধিক সরকারি দপ্তরে। বিস্ফোরণের পর চুঁচুড়া স্টেশন পর্যন্ত অনুভূত হয় কম্পন। জানা গিয়েছে, চুঁচুড়া পুরসভার গঙ্গার পাড় সংলগ্ন অন্তত আটটি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নৈহাটিতেও প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে এলাকাবাসীর মনে হয় ভূমিকম্প হচ্ছে। পরে বিষয়টি জানা গেলে শুরু হয় বিক্ষোভ। চুঁচুড়ার বকুলতলা মোড়ে স্থানীয়রা অবরোধ করেন। খবর ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে। নৈহাটিতে ভেঙে পড়ে বাড়ির জানলার কাচ। পুলিসের গাড়িতে আগুন ধরে যায়। কমপক্ষে ২টি গাড়িতে আগুন ধরে যায় বিস্ফোরণের জেরে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, কারখানা থেকে বাজেয়াপ্ত করা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি।  নিষ্ক্রিয়করণের সময় যখন বিস্ফোরণ ঘটে, তখন আগুন ধরে যায় পুলিসের গাড়িতে। বিস্ফোরণের ঘটনায় পুলিসের গাফিলতির দিকে আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, যে জায়গায় নিষ্ক্রিয়করণ চলছিল তার ২০০ মিটার মধ্যেই রয়েছে বসতি। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির কাচ। উড়ে গিয়েছে বাড়ির ছাদও। শুধু নৈহাটি নয়, বিস্ফোরণের তীব্র অভিঘাতে ‘তছনছ’ দশা চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকারও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণস্থলে ৭ থেকে ৮টি গভীর গর্ত তৈরি হয়েছে। যার প্রত্যেকটিই প্রায় ১০ ফিট ব্যাসার্ধের। বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছেছে র‍্যাফ।